শুক্রবার, ২২ জুন, ২০১২

ফাইল ডিলিট করতে সমস্যা...আছে Delete Doctor :)

ফাইল ডিলিট করতে পারছেন না ? চিন্তার কোন কারন নাই;
ডাক্তার সাহেব কে নিয়ে এসেছি; উনি পোর্টেবল তো তাই পকেটে করে নিয়ে বেড়ানো যায় :পি। সাইজও অনেক ছোট ; মাত্র ১ মেগা ।
 এটা এমন একটি সফ্টওয়্যার যার নাম Delete Doctor (Version- 2.3).  যেসকল ফাইল viruses বা Trojans এবং অন্য যেকোন কারনে ডিলিট হতে চাই না। সেসকল ফাইল এক ক্লিকেই ডিলিট করে ফেলুন। এটা ইনষ্টল করার দরকার নাই শুধু ডাউনলোডের পর ওপেন করবেন। ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিন। ব্যাস…
*** এই সফ্টওয়্যার Windows 98 / 2000 / XP / Vista অপারেটিং সিষ্টেমে সাপোর্ট করবে । Thanks!


http://www.mediafire.com/download.php?1k6x6l617bcob3a

বুধবার, ২০ জুন, ২০১২

আর কোন টেনশন নয় বন্ধু! হ্যাক হলেও ফেরত পাবেন আপনার প্রিয় ফেসবুক একাউন্ট !! :)

ফেসবুক আমার আপনার সবারই একটি প্রিয় সাইট। অনেকের তো এমন অবস্থা সারাদিন খাবার খাই না খাই কিন্তু ফেসবুকে বসা চাই। বিভিন্ন কারনে আমাদের এই প্রিয় সাইটের একাউন্ট হ্যাক হতে পারে। এটা হতে পারে অসাবধানতা বশত অথবা শত্রুতাজনিত কারনে। আর এখন আকাশে বাতাসে হ্যাকিং এর আভাস আন্দাজ করা যায়। তাই এই সাইবার ওয়াল্ডে কেউ হ্যাক প্রুফ নয়। অনেক কথা বলে ফেলেছি। এখন কাজের কথায় আসি। হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায় থাকলেও এই উপায়টি খুব সহজ ও কার্যকর। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার ব্রাউজারে www.Facebook.com/hacked লিখে এন্টার চাপুন।
২। এবার My Account Is Compromised এ ক্লিক করুন।
৩। এখন Identify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন।
৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন।
৫। এবার আপনার আইডির ছবির পাশের This is My Account এ ক্লিক করুন।
৬। এবার আপনার পুরাতন পাসওয়ার্ডটি প্রবেশ করান।
আশা করা যায় এতক্ষণ ধরে যেসব তথ্য দিয়েছেন সব ঠিক থাকলে আপনি আপনার একাউন্ট রিকভারিং হিসাবে পেয়ে যাবেন। Thanks !

এবার Youtube সহ যেকোন সাইটের ভিডিও চালান বিনা বাধায়, SPEEDbit VIDEO ACCELERATOR PREMIUM দিয়ে...:)


সবাই সালাম নিবেন ৷ (শুধু নিয়েন না, একটু কষ্ট করে সালামের জবাবটাও দিয়েন…. :পি )
কথা কম , কাজ বেশি….
এই সফ্টওয়ার দিয়ে Youtube সহ যেকোন সাইটের ভিডিও চালান বিনা বাধায় ৷
নাম SPEEDbit VIDEO ACCELERATOR PREMIUM (ক্র্যাক ভার্সন)
ফাইলটি ঝটপট ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে

এবার যা করতে হবে :
১৷ WINRAR দিয়ে ফাইলটি OPEN করুন
২৷ “va31.exe” ফাইলটি install করুন ( ফ্রি ভার্সন রুপে)
৩৷install শেষ হলে task manager/ quick lunch -এ যেয়ে প্রোগরামটি Close/Exit করে দিন৷
৪৷crack ফোল্ডারে গিয়ে “VideoAccelerator.exe” ফাইলটি কপি করে Local disk C:/Program files/SpeedBit Video Accelerator ফোল্ডারের ভেতর পেস্ট করুন ।
৫। কেল্লা ফতে…..মানে কাজ হয়ে গেছে………. :পি
এর পরেও যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা এই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন ।

রবিবার, ৩ জুন, ২০১২

ডাউনলোড করে নিন Tracktor DJ Studio 2 full (এখনই গান DJ করা শুরু করুন)

আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের একটি DJ সফট্ওয়ার উপহার । সফট্ওয়ারটির নাম Tracktor DJ Studio 2 . সফট্ওয়ারটি দিয়ে আপনি আপনার পছন্দের গান আপনার ইচ্ছামত DJ করতে পারবেন ।

Tracktor DJ Studio 2 সফট্ওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন

সফট্ওয়ারটি ফুল ভার্সন নয় তবে আমি আপনাদেরকে ফুল ভার্সন করার নিয়ম শিখিয়ে দিচ্ছি । সফট্ওয়ারটি ডাউনলোড করে রার ফাইলটি ওপেন করুন এবং ইনস্টলের সময় একটি সিরিয়াল নং চাবে রার ফাইলের মধ্যে সিরিয়াল নং টি দেয়া আছে । সিরিয়াল নং টি দেয়ার পর নরমাল ভাবে ইনস্টল করুন । ইনস্টল করলেই সফট্ওয়ারটি ওপেন হবে না । সফট্ওয়ারটি ওপেন এবং ফুল ভার্সন করার জন্য আপনাকে যা করতে হবে । সফট্ওয়ারটি ইনস্টল দেয়া হলে রার ফাইলটির মধ্যে দেখবেন CRACK নামে একটি ফাইল আছে ফাইলটি ওপেন করুন ।

নিচের ছবিতে দেয়া চিহ্নিত অংশে ক্লিক করুন
 এখন My Computer—>Local Disk– ->Program File—.>Native Instruments—>Traktor DJ Studio 2—>Traktor DJ Studio 2 EXE ফাইলটি ধরিয়ে দিন এবং Start বাটনে ক্লিক করুন ।

একটি অসাধারণ এন্ড্রয়েড থিম আপনার উইন্ডোজ 7 এর জন্য...

আসসালামুয়ালাইকুম। পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।আশা করছি সবাই ভালো আছেন।
আজকে একটি দারুন জিনিস আপনাদের উপহার দিতে আসলাম।জিনিসটি তেমন কিছুনা।একটি এন্ড্রয়েড থিম।

আমি যখন দেখি এটা তখন লোভ সামলাতে পারিনি।সাথে সাথে নিয়ে ব্যাবহার করতে শুরু করলাম।তাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলিনাই।

আমার মত অনেকেই আছেন যারা এন্ড্রয়েড ব্যাবহার করার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই।তাই দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি।

তবে এটা শুধু মাত্র উইন্ডোজ সেভেন বেবহারকারিদের জন্যে।

এটা ইন্সটল করার পর শুধু পিসি রিস্টার্ট দিবেন।দেখবেন পিসির চেহারা পাল্টে গেছে। 

মাত্র ২৬ মেগাবাইটের এই থিমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।

আজ এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।খোদা হাফেজ।

…দরকারি সব পোর্টেবল সফটওয়্যার এক সাথে…

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সালাম নিবেন সবাই, আমরা আমাদের কাজ এবং বিভিন্ন কারণে পিসি অথবা, ল্যাপটপ সঙ্গে রাখতে পারিনা। তবে, পেন-ড্রাইভ রাখেন অনেকেই দরকারি ডকুমেন্ট রাখার জন্য। আপনি ইচ্ছে করলে কিছু দরকারি সফটওয়্যার ও রাখতে পারেন, যা কিনা আপনার দৈনন্দিন কাজ কিছুটা হলে ও সহজ করে দিবে। তাই, আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ পোর্টেবল সফটওয়্যার। এখানকার সবগুলো সফটওয়্যার আপনি আপনার পেন-ড্রাইভে নিয়ে চলতে পারবেন।
বিভাগ অনুযায়ী এই পোর্টেবল সফটওয়্যারগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি।

অডিওঃ
CoolPlayer: A tiny, super-fast audio player.
Download
Audacity: An open-source, simple and powerful audio editor.
Download
CDex: Extract audio from CDs reliably.
Download
SharePod: Manage an iPod with no iTunes from any Windows computer.
Download 
ইমেইল এবং মেসেঞ্জার সার্ভিসঃ
Email Stripper: A free application that cleans up long email threads.
Download
Pidgin: A multi-protocol IM client. Packaged by PortableApps.com.
Download 
Miranda IM: Another multi-protocol IM client, with a ton of plugins.
Download
Skype: Not an official installer, but from PortableApps.com.
Download
চিত্রপ্রহন ঊটিলিটিঃ
Easy Image Modifier: A tool for resizing, flipping, converting, watermarking and renaming images.
Download
InkScape: An open-source vector editor. Think “Illustrator” or “CorelDRAW” — not as powerful, but free.
Download 
GIMP: Think “free Photoshop” with a cluttered interface. Powerful, but an acquired taste. Packaged by PortableApps.com.
Download
AndreaMosaic: A free application for creating photomosaics (pictures made up of tiled pictures).
Download 
Fotografix: A tiny image editr aimed at photograpers and designers.
Download
IrfanView Portable: A fast and powerful image viewer that can also apply effects.
Download
প্রোডাক্টিভিটিঃ
WriteMonkey: A fantastic full-screen text editor for distraction-free editing. I use it all the time.
Download 
Abiword: A free, open-source word processor.
Download
Notepad2: A text editor with programmer-friendly features.
Download
FocusWriter: Another full-screen editor for a Zen-like writing experience.
Download 
OpenOffice: Not as slick as MS Office, but it will do in a pinch.
Download 
Programmer’s Notepad 2.2: A powerful text editor for developers.
Download
XAMPP: The Apache Web server, MySQL, PHP, and Perl, all bundled together in one portable ZIP.
Download
TreePad Lite: A personal information manager for notes and other information.
Download
Stickies: A fantastic sticky-note application.
Download 
DropboxPortableAHK: Lets you take Dropbox on a stick and use it without admin rights.
Download 
Calibre: A tool for managing your ebook collection and converting book formats.
Download 
Notepad++: A powerful, customizable programmer’s text editor.
Download 
Foxit Reader Portable: A PDF document reader.
Download
সিকিউরিটি/প্রাইভেসিঃ
ClamWin: A portable, powerful and free antivirus.
Download
LicenseCrawler: Crawls a computer for software serial licenses.
Download
TrueCrypt: Create encrypted virtual hard drives. Link leads to portable mode documentation.
Download
KeePass: The golden standard when it comes to securely managing passwords and logins.
Download
পোর্টেবল সফটওয়্যার জন্য দরকারি কিছু লিংকঃ
PortableApps.com Suite: A launcher interface for all portable apps from PortableApps.com.
Download
NirLauncher: A collection of over 100 portable freeware Windows system tools, all by NirSoft.
Download
LiberKey: A comprehensive suite of portable applications.
Download 
সিস্টেম টুলসঃ
SysInternals Suite: For administrators and technicians: All SysInternals troubleshooting utilities rolled into one ZIP file.
Download
7-Zip: A file archiver supporting ZIP, as well as the powerful 7z format and more. Packaged by PortableApps.com.
Download
Zscreen: A screenshot application with numerous file handling options. No portable download, see link for instructions.
Download
Zip2Fix: A tool for extracting undamaged files from a corrupted ZIP file.
Download
Recuva: A tool for undeleting files, from makes of Ccleaner.
Download
SpaceSniffer: A tool for visualizing disk usage. Find out what’s hogging all that space.
Download 
Everything: An ultra-fast search utility — searches filenames only, does not index content.
Download
CCleaner: Cleans up any system by getting rid of unneeded files and other junk.
Download 
TeamViewer: The golden standard for remote control.
Download
Portable Keyboard Layout: Use an alternative keyboard layout (Colemak, Dvorak)? Take it with you.
Download
GetFolderSize: Used for determining the size of folders and subfolders on a drive.
Download
Process Explorer: Windows Task Manager, on steroids. Made by Sysinternals, now a part of Microsoft.
Download
Camstudio: Screen-recording software, packaged by PortableApps.com.
Download 
Snaptimer: A keyboard-friendly countdown timer.
Download
Clipcube: A tiny clipboard history monitor.
Download 
BareTail: A tool for system admins, used for viewing logfiles, like tail on Linux.
Download 
ভিডিওঃ
VLC Player: A “do-it-all” free, open-source video player. Can also play audio.
Download 
VirtualDub: A tool for editing and encoding videos, with support for batch-processing.
Download
Splayer: A visually striking, multi-format video player, with subtitle auto-download. Tiny link for portable version.
Download
Avidemux: A video editor designed for simple tasks such as cutting, filtering, and encoding.
Download
ব্রাউজার এবং এফটিপিঃ
Filezilla: A powerful, open-source FTP client.
Download
Opera portable: An awesome browser that gets too little love. Official installer supports portable option.
Download
Google Chrome:Google’s Web browser
Download 
Firefox: If you don’t use Chrome, you are probably using Firefox.
Download

Usbfresher দিয়ে পেন ড্রাইভকে পরিষ্কার করে সতেজ রাখুন।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম পেনড্রাইভ পরিষ্কার করার ছোট একটি সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ এর পারফরম্যান্স কে অটুট রাখতে পারবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজের প্রয়োজনে পেন ড্রাইভ বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ এ ব্যবহার করি। আর আমাদের অজান্তেই বেশ কিছু অপ্রয়োজনীয় ফাইল পেন ড্রাইভে জমা হয়ে জায়গা দখল করে রাখে। যেমন- thumbs.db, .Trashes, .Spotlight-V100, .ds_store ইত্যাদি।

এই সব ফাইল জমা হয়ে যাবার কারণে পেন ড্রাইভের পারফরম্যান্স এ ঘাটতি এসে
যায়। এর থেকে পরিত্রাণ পাবার জন্য আপনি
Usbfresher
নামক একটি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি Usbfresher কে এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল
করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকন এ নিচের চিত্রের মত পাবেন।


আপনি
এখানে কয়েকটি অপশন পাবেন, যেমন
Cleanup
USB Drive, Cleanup All USB Drive, Custom Cleanup. আপনি যে কোন একটি অপশন
বেছে নিতে পারেন। ধরে নিলাম আপনি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে পেন ড্রাইভ
সংযুক্ত করে
Cleanup USB Drive এ ক্লিক
দিলেন, তখন ঠিক নিচের চিত্রের মত পাবেন 
এবার আপনি সিলেক্ট করে Cleanup এ ক্লিক করুন। দেখুন নিচের
চিত্রের মত উপরে উল্লেখিত অপ্রয়োজনীয় ফাইল গুলিকে পরিষ্কার করে দিয়েছে।
 কাজ সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত আসবে।
 
এবারে আপনি Close এ ক্লিক দিয়ে দিন। বন্ধুরা এভাবে আপনি আপনার পেন ড্রাইভের পারফরম্যান্সকে সজীব ও সতেজ করে ধরে
রাখতে পারেন। এই কাজটি আপনি ম্যানুয়ালি করতে পারেন এই জন্য আপ
নি টাস্কবার
আইকন এ
Open এ ক্লিক করে
তা করতে পারেন এবং
Local Drive থেকেও
অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করে নিতে পারেন। তাহলে বন্ধুরা উপভোগ করুন  
Usbfresher
ধন্যবাদ

ফেইসবুক থেকে টাইম লাইন রিমুভ করে দিন সহজেই !!!

এখন যে নিয়মটি দেখাবো এটা হচ্ছে টাইম লাইন রিমুভ করার সবচেয়ে সেরা উপায় । এই এপলিকেশনটা প্রায় সব ধরনের ব্রাউজারে সাপর্ট করবে। যেমন ; Firefox, Chrome, Safari, Internet Explorer .
 একদমই Ezeeeee...
> প্রথমে এই লিংকে প্রবেশ করুন http://www.timelineremove.net/ 
> ঐ সাইটের ডান দিকে একটি এডঅনস ইনষ্টল করার অপশন আছে; সেখান থেকে এডঅনসটি ইনষ্টল করে ফেলুন।
> এবার আপনার ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন মানে রিষ্টার্ট দিন।
দেখুন আপনার টাইম লাইন আর দেখা যাচ্ছে না।

NOT ONLY PTC(!?) এবার সঠিক আউটসোর্সিং করুন। DBBL এর মাধ্যমে টাকা তুলুন।।

অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রীলান্সিং কয়জন ই-বা করেন? কিন্তু বেশিরভাগই অনলাইনে আয়ের ক্ষেত্রে PTC বা অ্যাড ভিউ করেন। কিন্তু অনেকেই জানেননা তারা যে কোম্পানিতে কাজ করে আয়ের জন্য পয়সা বিনিয়োগ করছেন, সেই কোম্পানি কিভাবে অ্যাড গুলো পাচ্ছে কিনবা কিভাবে আয় করছে..। আমি বাজি রেখে বলতে পারি, এখনো dolancer এর (পিটিসি বাংলাদেশে কমার্শিয়ালি ফার্স্ট তারাই এনেছে) অনেক ইউজার/ওয়ার্কার ই জানেননা যে dolancer তাদেরই লীজ দেওয়া সাইট গুলোর অ্যাড ভিউ করায়। বাইরের নয়। যা হোক, একজন লিডার কিনবা ওয়ার্কার হিসেবে অবশ্যই আপনার কোম্পানি সম্পর্কে এসব জানার অধিকার আছে। কারন, কম্পানি আদৌ বায়ারদের কাছ থেকে টাকা পাচ্ছে কি’না তা সিওর না হলে, পরবর্তীতে আপনি শ্রম এবং টাকা-পয়সা বিনিয়োগ করে যে আয় করবেন তা কিভাবে সিওর হবেন? তাই আজ আপনাদের “সিওর” আয় এর জন্য পথ দেখাতে আমার এই টিউন।
EONext.com আপনাদের জন্য নিয়ে এসেছে সেই পথ। যেখান থেকে আপনি একই সাথে শিখতে আর আয় করতে পারবেন। কারন আউটসোর্সিং যে শুধু PTC না, আরও অনেক কাজ আছে!

Raaz Eon +8801824 935 757
যে কোন দৃষ্টিকোণ থেকেই আপনি দেখুননা কেন, EONext সচরাচর কোম্পানিগুলোর সবার থেকে সবদিক দিয়ে আলাদা।
 রেজি ফিঃ মাত্র ৩৫০০ টাকা। যেখানে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবেনা। ভাবছেন কাজ করে পরিশোধ করতে হবে?! না। তার কোন প্রয়োজন নেই।
# প্রতিদিন আয় 2$ (দুই ডলার) [pack 1]
[১ ডলার পাবেন সাইনআপ এ। এখানে আপনাকে ৭ টি লিঙ্ক ভিসিট করে যেকোনো নাম,মেইল আইডি দিয়ে ওই লিঙ্ক গুলোতে সাইনআপ করতে হবে।] [বাকি ১ ডলার পাবেন অ্যাড ভিউর জন্য।]
# After 3 months [pack 2], প্রতিদিন আয় করতে পারবেন 3-5$
[সেখানে থাকবে survey + ad view + data entry +...many more]
নেটওয়ার্ক মার্কেটিংয়েও রয়েছে ভিন্নতা! রেফারাল ইনকাম ১০%  আর ম্যাচিং ১০% তো আছেই, + রয়েছে EO Power income. মানে আপনি যাদের সরাসরি রেফার করবেন, প্রতি মাসে তাদের মোট আয়ের ১০% আপনি পাবেন। ..আর কি চাই-!
জানতে ইচ্ছা করছেনা যে টাকা তুলবেন কিভাবে??
NO HASSLE! আপনার পেমেন্ট “ডাচ বাংলা ব্যাংক“(DBBL) এর মাধ্যমে তুলে নিবেন। আর তাছাড়া অফিস উইথড্র তো আছেই। আর অতি শীঘ্রই চালু হচ্ছে মোবাইল রিচার্জ সুবিধা।
এবার জেনে নিন কোম্পানির Rank Achieve সম্পর্কে-
১. EO Power
২. EO Pro
৩. EO Leader
৪. EO Team Manager
৫. EO Legend [প্রত্যেক Rank Achiever দের জন্য থাকছে বিশেষ intensive ও সম্মাননা।।
কেন আপনি ৭০০/৮০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট করে ৩ মাস নেট বিল দিয়ে কষ্ট করে অ্যাকাউন্ট আপগ্রেড করবেন?? ৩ মাস পর যে ওই কম্পানি থেকে সঠিক ভাবে টাকা তুলতে পারবেন তার কি নিশ্চয়তা আছে? যেখানে EONext থেকে প্রথম মাসেই আপনি আয় করছেন প্রতিদিন ২ ডলার করে ২x৩০ = ৬০$ বা ৪২০০ টাকা।
EONext সম্পূর্ণ সঠিক নিয়ম ও নীতি মেনে আপনাদের কাজ দিবে। আর তাই আপনি থাকুন নিশ্চিন্ত।।
কোম্পানির জয়েন স্টকের রেজিস্টার্ড পেপার দেখুন- (এখানে আপলোড দেওয়ায় একটু ঘোলা হয়ে যায়)
Raaz Eon +8801824 935 757
অতঃপর আপনি যদি ভালো লেগে থাকে আমাদের, আর যদি প্রয়োজন হয় আরও জানার কিনবা কোন সহায়তার-
উপরোক্ত ১ম লোগোর (EONext ব্যানার) ওপরে মাউস দিয়ে ক্লিক করে একটু অপেক্ষা করুন সাপোর্ট নাম্বারের জন্য। [২৪] ঘণ্টা সাপোর্ট নিন।
পরিশেষে সবার সুস্থতা এবং অনলাইনে আয় ও নেটওয়ার্কিংয়ে সফলতা কামনা করে এখনকার জন্য ইতি টানছি।

এবার আপনার PC থেকে বিনামূল্যে এসএমএস পাঠান পৃথিবীর যে কোন জায়গায়…

আসসালামু আলাইকুম,
 আমরা যখন কোথায় এসএমএস পাঠাই তখন আমাদের মোবাইল অপারেটর আমাদের মোবাইল ব্যালেঞ্চে থেকে এসএমএস charge কেতে নেই। আবার আমরা অনেকেয় আছি যারা থেকের জন্য এসএমএস পাঠাতে চাইনা। আপনাদের জন্যই আমার এই পোষ্ট। এবার আপনি যেকোন সময় যেখানে খুশি বিনামূল্যে এসএমএস পাঠাতে পারবেন। তাই আপনিও আপনার মাথা থেকে takar চিন্তা বাদ দিয়ে দিন। আর ভাবুন কে কে পরে এসএমএস পাঠাবেন। এর জন্য আপনাদের শুধু
নিচের LINK এ যেতে হবে।Click Here...
 এরপর আপনি country সিলেক্ট করুন। তারপর মোবাইল নাম্বার ও আপনার message type করুন। এরপর captcha এন্টার করুন এবং send চাপুন। বাস আপনার কাজ শেষ।
সবাইকে ধন্যবাদ। ভাল লাগলে comment করতে ভুলবেন না।

Bhoot-FM প্রেমিদের জন্য দারুণ একটি পোষ্ট (না দেখলে ১০০% মিস )…

আসসালামু আলাইকুম,
আজ কালের দুনিয়া তে খুব কম লোক এ পাওয়া যাবে যারা রেডিও শুনে। কিন্তু যদি বলি মোবাইল এ রেডিও শুনে তাহলে অনেক লোক পাওয়া যাবে। এই পোষ্ট টি তাদের জন্যই। আমরা সবাই Bhoot-FM এর সম্পর্কে জানি। কিন্তু অনেক সময় সময়ের অভাবে অথবা অন্য কারণে Bhoot-FM এর অনেক episode মিস করি। এখন আর আপনাকে একটি episode ও মিস করতে হবেনা। এর জন্য নিচের Link এ যান। Link এ গিয়ে Bhoot-FM এর প্রত্যেক recorded ভার্সন পাবেন mp3 Format-এ...
Visit the Link...
একবার হলেও সাইট টি থেকে ঘুরে আসবেন। ভালো লাগলে Comment করতে ভুলবেন না ।

মজিলা ফায়ারফক্স এর স্পীড বাড়িয়ে নিন...

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আমরা যারা পিসি হেল্পলাইন বিডিতে জয়েন আছি তাদের বেশির ভাগ মজিলা ফায়ারফক্স ব্যবহার করে । মজিলা ফায়ারফক্স এ একটি ব্লগ পেইজ ওপেন হতে অনেক সময় লাগে, তাই আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে আপনি মজিলা ফায়ারফক্স এর স্পীড বাড়াতে পারবেন । এটি একটি পোর্টবল সফটওয়্যার , তাই ইন্সটল এর ঝামেলা  নেই । নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছ...

DOWNLOAD from Here...

আপনার কম্পিউটারের Ram কে দ্বিগুন করে ফেলুন খুব সহজেই...

বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল……………,
ক্লাসের ব্যাস্ততার জন্য নিয়মিত টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউনটি করলাম।
যেই বিষয় টি নিয়ে টিউন করেছি এই বিষয় টি হয়ত অনেকের জানা, তবুও করলাম
যদি কারও কাজে লাগে।এই বিষয় টা নিয়ে যদি কেউ আগে টিউন করে থাকেন তাহলে
আমি আন্তঃরিক ভাবে দুঃখিত।কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, এই সম্পর্কে যারা জানেন
না তাদের জন্য আমার আজকের এই আয়োজন।
আমার প্রথম প্রশ্ন Ram কি?
Ram হল Random Acess Memory বা অস্থায়ী মেমরী।
কম্পিউটারে Ram বেশি হওয়া প্রয়োজন কেন?
আমরা যে Program গুলো Run করি সেই Program গুলো Ram এর ভিতর দিয়েই Processor
এ আসে। তারপর  Processor তা Process করে। ধরুন, আপনার Ram 2GB এখন আপনি একটা
Program Run করবেন তা হল 5GB । এ হ্মেতে আপনার Ram 2GB করে ডাটা বহন করবে।
এই ভাবে যখন 5GB Processor এর কাছে পাঠানো শেষ হবে তখন Program টা Run হবে। তাই
Ram বেশি হওয়া প্রয়োজন।
আসুন দেখি আমরা কিভাবে Ram কে দ্বিগুন করতে পারি:
প্রথমে এই ভাবে Click করুন:
 My computer> Right Click >Properties এ Click করুন। তাহলে এই রকম একটা Window আসবে:

এবার Advanced system setting এ Click করুন।(উল্লেখ আমি Win7 এ কাজটা করতেছি। যারা Xp
চালান একটু খুজে দেখবেন।তবে এই রকমি হয়ত।) তাহলে এই রকম একটা Window আসবে:

এবার Performance এর Setting এ Click করুন।তাহলে এই রকম একটা Window
আসবে:
 Advance এ Click করুন তাহলে এই রকম একটা Window আসবে:
 Change এ Click করুন।তাহলে এই রকম একটা Window আসবে:

ঠিক চিহ্নটা উঠিয়ে দিন। ঠিক চিহ্ন উঠানোর পরে Custom নির্বাচন করুন। Custom নির্বাচন করে
initial size আপনার Ram এর দ্বিগুন আর Maximum size  আপনার Ram এর চারগুন দিয়ে Set
Button এ Click করুন। এবার ok করুন এবং যতগুলো Window আপনি বের করে ভিতরে গেছেন
সবগুলোতে ok ‍দিয়ে বের হয়ে আসুন।ব্যস কাজ হয়ে গেল। Computer Restart চাবে, Restart
দিলে কার্যকর হবে।ভাল লাগলে কমেন্ট করবেন।
উল্লেখ যে 1024MB=1GB ।
 সবাই ভাল থাকুন। না পারলে Comment করে জানাবেন।